ক্রীড়াডেস্কঃ
ভারত সফর শেষ করে সরাসরি পাকিস্তান সুপার লীগ খেলতে দুবাই চলে গেছেন তিন টাইগার ক্রিকেটার মাহামুদুল্লাহ রিয়াদ , সাকিব আল হাসান আর তামিম ইকবাল খান । প্রথম আসরে তামিম আর সাকিব খেললেও এবারই প্রথম পিএসএলে খেলছেন মাহামুদুল্লাহ । গতকাল তার অভিষেক হয়ে গেলো কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে । প্রথম দিনেই ব্যাট হাতে দারুণ উজ্জ্বল ছিলেন এই টাইগার ক্রিকেটার । যদিও তা স্বত্বেও হেরে গেছে মাহামুদুল্লাহর দল ।দলের অন্যরা ব্যাট হাতে তেমন কিছু করতে না পারায় তাদেরকে কাল ৫ উইকেটে হারিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড ।
গতকাল , দুবাইয়ের শারজাহ ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান তোলে কোয়েটা ।
জবাবে ৫ বল আর ৫ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মিসবাহ উল হকের ইসলামাবাদ ।
কয়েটার পক্ষে সর্বোচ্চ রান করেন ওপেনার আসাদ শফিক । তিনি করেছেন ৪২ বলে ৪৫ রান ।
কিন্তু কোয়েটার ইনিংসের রানের গতি বারিয়েছেন মাহামুদুল্লাহ রিয়াদ আর লংকান থিসারা পেরেরা । মাহামুদুল্লাহ করেছেন ২০ বলে ২৯ রান । তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন । তিনি এই ঝড়ো ইনিংসে মেরেছেন ২ টি চার আর একটি ছক্কা ।
অন্যদিকে থিসারার ব্যাট থেকে আসে ১৮ বলে ২৭ রান ।
ইসলামাবাদের হয়ে মহাম্মদ সামি আর শেন ওয়াটসন নিয়েছেন দুটি করে উইকেট ।
জবাবে ওপেনার স্যাম বিলিংসের অপরাজিত ৭৮ রানের সুবাদে সহজ জয় পায় ইসলামাবাদ । ৫০ বলের ইনিংসে স্যাম মারেন ৮ টি চার আর তিনটি ছক্কা ।
এছাড়া শেন ওয়াটসন করেন ২৭ বলে ৩৬ রান । ( সুত্র-ক্রীড়ালোক)
আহাস/০০১